School Open
Sun-Thu : 8:00 - 5:00
Mobile
+88 01713-484447
Home
Chairman Message
Headmaster's Message
Misson Vission
Infrastructure
objectives
Activities
Gallery
Contact
লক্ষ্য ও উদ্দেশ্য
এসকেএস ভিতরে কর্মরত পরিবারের সন্তানদের ও বাইরের শিক্ষার্থীদের আধুনিক পদ্ধতিতে উন্নত মানের শিক্ষা প্রদান করা।
সুনাগরিকের গুণাবলী অর্জনে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা ।
মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ ও স্বদেশপ্রেমে শিক্ষার্থীদের উজ্ঝীবিত করা।
পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের মাধ্যমে তাদের জ্ঞানচর্চার আধুনিকায়ন করা।
দলীয় কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে ঐক্য, সৌহার্দ ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলা।
স্বনির্ভর চিন্তা ও কর্ম দ্বারা নিজেকে আত্মপ্রত্যয়ী হয়ে উঠতে সাহায্যে করা।
সাধরণ জীবন যাপন এবং উন্নত চিন্তার আদর্শে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা।
সততাকে জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা।
পিতামাতা, পরিবার সমাজ ও রাষ্ট্রের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা গড়ে তোলা।
সার্বিকভাবে শিক্ষার্থীদের রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তোলা।
প্রতিবন্ধীদের উন্নয়নে সহায়ক শিক্ষা প্রদান করা।
এই লক্ষ্যসমূহ অর্জনে আমরা দায়বদ্ধ।